ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রশিবিরের চিত্র প্রদর্শনীতে আবারও প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি বসানো হয়েছে। তবে এবার জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাঈদ ও ছাত্রদল নেতা ওয়াসিমের স্ট্যাটাসের মাধ্যমে এ ছবি টাঙানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ছাত্রশিবিরের প্রদর্শনীতে ২০২৩ সালে সাঈদীকে নিয়ে দেওয়া আবু সাঈদ ও ওয়াসিমের স্ট্যাটাসের ক্রিনশট যুক্ত করে দেওয়া হয়।
২০২৩ সালের ১৪ আগস্ট মৃত্যুবরণ করেন দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুতে আবু সাঈদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। বিদায় হে রাহবার।’
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর একদিন পর ১৫ আগস্ট ফেসবুকে পোস্ট দেন ওয়াসিম। তিনি স্ট্যাটাসে লিখেছিলেন, ‘একজনের মৃত্যুতে দেশব্যাপী অঘোষিত শোক চলছে, আরেকজনের আনুষ্ঠানিক শোকেও মানুষের শোক হয় না। ধর্মীয় ব্যক্তি ও ধর্মনিরপেক্ষ ব্যক্তির মধ্যে এটাই উজ্জ্বল উদাহারণ। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কোটি মানুষের মণিকোঠায়।’
এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনীতে স্থান পায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেকে। আর এতেই আপত্তি বাম ছাত্রসংগঠনগুলোর। এ নিয়ে বিক্ষোভের পর ছবিগুলো সরিয়ে দেয় প্রশাসন।
পরদিন ৬ আগস্ট ছাত্র শিবিরের প্রদর্শনীতে বিচার নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উক্তি, বিচারকার্যের নানা অসংগতি ও ভুয়া সাক্ষীর জবানবন্দির বিভিন্ন ছবি টানিয়ে দেয় ঢাবি ছাত্রশিবির।