ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বজুড়ে যেসব চ্যানেলে দেখা যাবে নারী বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:২৩ পিএম
বিশ্বব্যাপী সম্প্রচার হবে নারী বিশ্বকাপ। ছবি- সংগৃহীত

আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর বিশ্বব্যাপী সম্প্রচার ব্যবস্থার বিস্তারিত ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী ৩০ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে এবং ২ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে আসর শেষ হবে। বিশ্বসেরার মুকুট জয়ের লক্ষ্যে আটটি দল এই আসরে লড়বে।

আইসিসি নিশ্চিত করেছে সারা বিশ্বের কোটি কোটি দর্শক তাদের পছন্দের প্ল্যাটফর্মে ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।

সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত প্রধান অংশীদারদের তালিকা নিচে দেওয়া হলো।

ভারত ও উপমহাদেশ

টিভি: ভারতে ম্যাচগুলো সম্প্রচার করবে স্টার স্পোর্টস (জিওস্টার টেলিভিশন)।

ডিজিটাল: অনলাইনে ম্যাচ দেখা যাবে জিওহটস্টার প্ল্যাটফর্মে।

উপমহাদেশ: স্টার স্পোর্টসের ভারতীয় লিনিয়ার টিভি ফিড বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের দর্শকরাও দেখতে পাবেন।

ভাষা বৈচিত্র্য

প্রতিটি ম্যাচ ইংরেজিতে সম্প্রচার করা হবে।

তবে ভারতের সব ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল দেখা যাবে হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড়সহ একাধিক আঞ্চলিক ভাষায়।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা

বাংলাদেশে: সম্প্রচারের দায়িত্ব রয়েছে টি-স্পোর্টস এবং ডিজিটাল প্ল্যাটফর্ম টফি-এর উপর।

শ্রীলঙ্কায়: দর্শকরা মাহারাজা টিভির টিভি১ চ্যানেল এবং তাদের ওয়েবসাইটে সব ম্যাচ দেখতে পাবেন।

আমেরিকা ও ইউরোপ

যুক্তরাষ্ট্র ও কানাডায়: ম্যাচ সম্প্রচার করবে উইলো টিভি।

ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকায়: ইএসপিএন সম্প্রচার করবে, যা ডিজনি+ অ্যাপেও পাওয়া যাবে।

যুক্তরাজ্যে: সব ম্যাচ সরাসরি সম্প্রচার হবে স্কাই স্পোর্টস ক্রিকেটে, যার মধ্যে ২৯টি ম্যাচ স্কাই স্পোর্টস মেইন ইভেন্টেও দেখা যাবে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া: প্রাইম ভিডিও সব ম্যাচ ফ্রি সম্প্রচার করবে। কেবল একটি ফ্রি অ্যামাজন অ্যাকাউন্ট খুললেই দেখার সুযোগ মিলবে।

নিউজিল্যান্ডে: সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্কাই টিভি।

অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চল

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা: দর্শকরা ক্রিকলাইফ চ্যানেল ও স্টারজপ্লে-এর মাধ্যমে ম্যাচ উপভোগ করতে পারবেন।

সাব-সাহারান আফ্রিকায়: সম্প্রচার করবে সুপারস্পোর্ট।

পাকিস্তানে: সম্প্রচারের দায়িত্বে থাকবে পিটিভি ও টেন স্পোর্টস এবং তাদের ডিজিটাল পার্টনার মাইকো ও তামাশা।

দক্ষিণ-পূর্ব এশিয়া: সিঙ্গাপুরে স্টারহাব, মালয়েশিয়া ও হংকংয়ে অ্যাস্ট্রো ক্রিকেট ম্যাচ দেখাবে।

এদিকে, যুক্তরাজ্যে বিবিসি এবং ভারতে অল ইন্ডিয়া রেডিও সরাসরি ধারাভাষ্য দেবে। যুক্তরাজ্যে বিবিসি রেডিও ৫ লাইভ স্পোর্টস এক্সট্রা হবে মূল সম্প্রচার মাধ্যম।