জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “বাংলাদেশের মানুষ আপনার চোখে পড়ে না। আপনি লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন। সিজদার মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেখানে একটি প্রেস কনফারেন্সে জানিয়েছেন, বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তবে কোন সংবিধানের অধীনে তা ঠিক হয়নি। আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি।”
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “বর্তমান বাংলাদেশের সংকট নিরসনের একমাত্র সমাধান হলো গণপরিষদ নির্বাচন।” তিনি বিভিন্ন দেশের গণপরিষদ নির্বাচনের উদাহরণ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, “জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১৭ এপ্রিল একটি সামরিক ফরমান জারি করেছিলেন, যেখানে বলা হয়েছিল বাংলাদেশে একটি গণপরিষদ গঠন করা যায় কি না। এটি গ্যাজেটেড ফরমান।”
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “দেশ যদি স্থিতিশীল হয়, তাহলে আমাদেরও একটি সংবিধান দিতে হবে। যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার বৈধতাও থাকবে না। কারণ আপনি যে সংবিধানের ১০৬ এর মাধ্যমে ক্ষমতায় রয়েছেন, সেই বৈধতা রাখার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে।”
পাটওয়ারী আরো বলেন, “বাংলাদেশের জনগণের মধ্য থেকে আমরা লড়াই চালিয়ে যাব। এক চুলও ছাড়ব না। ভয় দেখানো হচ্ছে, ‘তোমাদেরকে মেরে ফেলব’। আমরা তো মরে গেছি, কীভাবে মারবেন? যদি মারেন, তখন আপনিও মরে যাবেন, কারণ মৃত মানুষের কবরে ঢুকে মারতে গেলে আপনিও কবরে পড়বেন।”
তিনি সমাপনী বক্তব্যে যোগ করেন, “নতুন যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরি করতে হবে। এ লড়াইয়ে আপনারা সক্রিয়ভাবে যোগ দিন।”
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন