পিরোজপুরের নেছারাবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে। তার ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
ছবিটি প্রথমে উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা তাদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। মুহূর্তেই এটি ভাইরাল হয় এবং এর স্ক্রিনশট সংগ্রহ করে অনেকেই ছড়িয়ে দেন।
অভিযোগ অস্বীকার না করে জসিম তালুকদার নিজেই স্বীকার করেন, তবে দাবি করেন নিয়মিত তিনি ইয়াবা সেবন করেন না। তার ভাষায়, ছয়-সাত মাস আগে দলীয় অফিসে কয়েকজন ইয়াবা সেবন করছিল। বন্ধুরা প্ররোচিত করলে আমি দুই টান দিয়েছিলাম। হয়তো সেদিন গোপনে ছবি তুলে রাখা হয়েছিল। এখন কৌশলগতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে।
প্রথমে আফনান মারুফ নামে এক যুবক, যিনি স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক হিসেবে পরিচিত, তার ফেসবুকে ছবিটি পোস্ট করেন। পরে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. রেজাউল হাসান সুজন ছবিটি শেয়ার করেন।
এ বিষয়ে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, যারা ইয়াবা সেবন করছে, তারাই ইয়াবার ব্যবসা করছে। দলের ভেতরে কোনো মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজ থাকলে তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন