‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে’ এ রকম আভাস দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তবে পরিবার চাইলে কয়েকদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
ঢামেক হাসপাতালের পরিচালক আরও জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে ভিপি নুরের সিটি স্ক্যান করানোর জন্য ধানমন্ডির পপুলার হাসপাতালে নেয়া হয়েছিল। গণঅধিকার পরিষদের নেতা নুরের শর্ট মেমোরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, এ ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও জানান, নুর দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে চিকিৎসকদের গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। ধীরে ধীরে উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নুরের নাকে হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। এ ধরনের ইনজুরি সম্পূর্ণ সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। তবে চোখে আঘাত থাকলেও সেখানে রক্তক্ষরণ হয়নি। অন্যদিকে মাথায় আঘাতের কারণে গতকাল রাত থেকে তার জ্বর ও সর্দি-কাশির সমস্যা দেখা দিয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন