জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটে নয়, এককভাবে জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পাটওয়ারী বলেন, কোনো জোটে নয়, স্বতন্ত্র মানে এককভাবে ভোট করবে এনসিপি। বিএনপি কিংবা জামায়াতে যোগ দেবে না।
বিএনপি এবং জামায়াতের কারণে নির্বাচন হচ্ছে না, দেরি হচ্ছে অভিযোগ করেন তিনি।
বিএনপি এবং জামায়াতের কাছে মাফ চেয়ে দ্রুত নির্বাচন চেয়ে মানুষের ভোগান্তি কমানোর আহ্বান জানান পাটওয়ারী।
বিএনপি ও জামায়াতকে ভণ্ডামি বাদ দিয়ে নির্বাচনে আসার আহ্বানও জানান এনসিপির এ নেতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে এনসিপি জয়ী হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচন হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। আগামীর নির্বাচন হবে আলেমদের পক্ষে, নারীদের পক্ষে।
পাটওয়ারী বলেন, নিবন্ধন পেলে প্রতীক যাতে শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলার যেকোনো একটা হয়। এর ব্যত্যয় হলে এটা কীভাবে নিতে হয় আমরা জানি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন