বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো বেকার থাকবে না। তিনি আরও বলেন, গণতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জামায়াত ইতোমধ্যেই কাজ করছে এবং আগামীতেও করবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে সকাল ৯টায় শুরু হওয়া ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য জনগণ মেনে নেবে না।’ তিনি আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগেরও দাবি জানান।
নেতাকর্মীরা দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনি ব্যবস্থা বাতিল এবং ন্যায্য নির্বাচনের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই।
পাঁচ দফা দাবিতে সারা দেশের জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ, ঝিনাইদহ, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় সংগঠনটির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ, আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা এবং সবার জন্য সমান রাজনৈতিক সুযোগ সৃষ্টি।
দেশব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন