বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এ ঘোষণা দেন।
স্থানীয় সময় রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানস’-এর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এত তালা কেনার টাকাই বা কোথায়?’
জামায়াত আমির বলেন, বাংলাদেশের জনগণ বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের রায়ের অগ্রগতি দেখতে চায়।
তিনি বলেন, ‘যে-ই পরবর্তীতে ক্ষমতায় আসুক, তাদের সেই মামলাগুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি ঘটাতে হবে।’
ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, ‘আমাদের মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, তাদের লালন-পালন করছেন, আবার কর্মক্ষেত্রেও দায়িত্ব পালন করছেন। নারী ও পুরুষ উভয়ের জন্য সমান আট ঘণ্টার কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার।’
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। আট ঘণ্টার পরিবর্তে হয়তো পাঁচ ঘণ্টা করা যেতে পারে। তবে কত ঘণ্টা কমানো হবে, তা স্পষ্ট করে জানাননি তিনি।
দেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে জামাতের শীর্ষ নেতা বলেন, ক্ষমতায় গেলে দেশের অভ্যন্তরে বিনিয়োগের সুযোগ বাড়ানো হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্যও অনুকূল পরিবেশ তৈরি করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন