ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না : সাদিক কায়েম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৩:২৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের নামে কোনো ব্যবসা বা রাজনৈতিক ইন্ডাস্ট্রি চলবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে ব্যবসা ও ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। শাহবাগ আন্দোলনের মাধ্যমে তারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। নতুন বাংলাদেশে এ ধরনের মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি বা জুলাই চেতনার ব্যবসা কোনোভাবেই চলবে না।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা-২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম আরও বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসবে শুধু তারাই রাজনীতি করার সুযোগ পাবে। সবাইকে অনুরোধ করব, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করুন।

তিনি বলেন, ‘শহীদদের আত্মত্যাগ ও গাজীদের সেক্রিফাইসের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদরা যে বৈষম্যহীন, ইনসাফভিত্তিক সমাজ চেয়েছিলেন সেই বাংলাদেশ গড়াই এখন আমাদের মূল দায়িত্ব।’

নতুন বাংলাদেশের রাজনীতি কেমন হবে, তা ব্যাখ্যা করে ডাকসু ভিপি বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে ‘ওয়েলফেয়ার অ্যান্ড পলিটিক্স’, কোনো ‘মাসল পলিটিক্স’ নয়। এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফাও খাওয়ার রাজনীতি চলবে না।

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, ‘যারা ফ্যাসিবাদের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তারা আজ দিল্লির বয়ান দিচ্ছে। মুজিববাদী আদর্শের নামে তারা আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর সেই পথে হাঁটবে না তাদের পরিণতি হবে অতীতের চেয়েও ভয়াবহ।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার জুলাইয়ের স্পিরিট থেকে সরে গেছে। শহীদদের রক্তের ওপর বসে থাকা এই সরকারের প্রথম দায়িত্ব ছিল খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের ব্যবস্থা করা। কিন্তু দেড় বছরেও তারা একটি রায় পর্যন্ত দিতে পারেনি।’