ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে: ডা. তাহের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৪:০৯ পিএম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি- সংগৃহীত

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে। গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে এবং ডালের ঘনত্ব বেড়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।

ডা. তাহের বলেন, ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে। এটি প্রমাণ করেছে যে, ছাত্রশিবির একটি মাত্র সংগঠন নয়, শিবির হলো সমগ্র দেশের ছাত্রসমাজ। 

তিনি বলেন, ‘আপনাদের সংগ্রাম ফ্যাসিবাদকে বিতাড়িত করিয়েছে ভারতে। কিন্তু এই সংগ্রাম এখনো শেষ হয়নি। আপনাদের সেই সংগ্রাম দিয়ে বাংলাদেশের দুর্নীতিকেও প্রশান্ত মহাসাগরে ছুড়ে ফেলতে হবে।’ 

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, যে চেতনায় তরুণ ছাত্র-ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল বা এখনো দিয়ে যাচ্ছে, আগামী নির্বাচনে ৪ কোটি তরুণ ছাত্রসমাজ যেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশর একটি ইতিবাচক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আদর্শবাদী দল বা দলসমূহকে বিজয়ী করে।