আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ পেলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে না দেওয়ার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বুধবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর এ দাবি জানিয়েছেন তিনি।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ পেলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। এ ছাড়াও জাতীয় পার্টি বা ১৪ দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকলে জনগণ আন্দোলনে নামবে।
এদিকে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে সংলাপ শুরু হবে। কাদের ডাকব, এখন পর্যন্ত তা ঠিক করিনি। আলোচনা করে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’


