বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে মন্তব্য করেছেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোনো বিচারের আগে যদি শর্ত থাকে, তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নির্দিষ্ট সময় বা শর্ত দিয়ে বিচারকে আটকে ফেলার চেষ্টা কখনো ভালো পরিণতি দেয় না।’
রুমিন ফারহানা উল্লেখ করেন, বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মন্তব্য তিনি দেখেছেন। তিনি ডেভিড বার্গম্যানের লেখা আর্টিকেলের উদাহরণ টানেন, যিনি বলছেন, প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল।
তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে বিচারের দৃশ্যমানতাই একমাত্র শর্ত নয়। বিভিন্ন ধরনের শর্ত আরোপ করা হয়েছে, যেমন পিআর পদ্ধতিতে নির্বাচন, গণভোট আগে হওয়া, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করার শর্ত ইত্যাদি।’
রুমিন ফারহানা আরও মন্তব্য করেন, ‘এ ধরনের শর্তের কারণে নির্বাচন বাধাগ্রস্ত হলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন