ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে মানুষকে আর দান বা ত্রাণের ওপর নির্ভরশীল থাকতে হবে না। পরিকল্পিত কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করা হবে।
সোমবার (১৮ নভেম্বর) গুলশান পশ্চিম থানার উদ্যোগে বেকারত্ব দূরীকরণ ও স্ব-উদ্যোগে কর্মসংস্থান তৈরি সংক্রান্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
ডা. খালিদুজ্জামান বলেন, ‘দেশে কোটি কোটি যুবক বেকার। তাদের সঠিক পথে কাজে লাগালে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি পাবে। রাসুল (সা.) মানুষকে সাহায্যের জন্য হাত পাততে না দিয়ে স্বাবলম্বী হওয়ার উপায় দেখিয়েছিলেন। আমরাও সেই পথে মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই।’
অনুষ্ঠানে ২০টি পরিবারকে ভ্যান গাড়ি ও ভ্রাম্যমান দোকান সামগ্রী, ৩০টি পরিবারকে চায়ের স্টল সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ ছাড়া যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ১০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী এবং ৬০ জন নবজাতককে শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও গুলশান পশ্চিম থানা জামায়াতের আমির মোঃ মাহমুদুর রহমান আজাদ। সঞ্চালনা করেন থানা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন, আসন নির্বাচন সমন্বয়ক ডা. শফিকুল ইসলাম জুয়েল, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আব্দুল মান্নান এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন