সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ২০০ আসন চেয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর বলে নিন্দা জানিয়েছে দলটি।
সোমবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামী আন্দোল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বোঝাপড়া তৈরি হয়েছে। তবে এই বোঝাপড়া কোনো জোট নয়, বরং এটি আসনভিত্তিক নির্বাচনি সমঝোতা, যেখানে প্রতিটি আসনে ইসলামপন্থি প্রার্থী এককভাবে অংশগ্রহণ করবে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের প্রচলিত জোট রাজনীতির বাইরে এই ধরনের একক প্রার্থী প্রদানের প্রক্রিয়া অনন্য। কোনো দলের কাছে অন্য দল থেকে আসন চাওয়া বা কোনো দলকে আসন দেওয়ার পুরনো প্রথা এখানে প্রযোজ্য নয়। এটি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক বাস্তবতা এবং গণমাধ্যমে প্রকাশিত ২০০ আসনের দাবির খবর ভুল ও বিভ্রান্তিকর।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইসলামী আন্দোলন দেশের ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করেছে এবং জামায়াতে ইসলামীও একইভাবে সব আসনে প্রার্থী ঘোষণা করেছে। আন্দোলনরত আট দলও বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করে কাজ চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এক দল আরেক দলের কাছে আসন চাওয়ার বা দেওয়ার যে সংবাদ সম্প্রচার হয়েছে, তা সম্পূর্ণ অবান্তর।
দলটি আশা প্রকাশ করেছে যে, দেশের ক্রান্তিকালীন রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদমাধ্যমগুলো আরও দায়িত্বশীল ও সংবেদনশীল আচরণ করবে। বিশেষ করে দুটি দলের পারস্পরিক সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে যে, প্রচারিত ফটোকার্ডটি রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে নির্মিত এবং এটি দল ও জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন