বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপান সরকারের অফিসিয়াল বিনিয়োগ ও বানিজ্য উন্নয়ন সংস্থা ‘জাপান এক্সর্টানাল ট্রেড অগ্রানাইজেশন’-এর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাপানি প্রতিনিধি দলের মধ্যে ছিলেন মি. কাজুইকি কাতাওকা (JETRO), মি. হিরোনোরি ইয়ামানাকা (সুমিতোমো কর্পোরেশন ও ঢাকাস্থ জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন) এবং মি. মানাবু সুগাওয়ারা (জাপানি কমার্স অ্যাসোসিয়েশন)। বাংলাদেশি পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন শরিফুল আলম ও ইশরাত জাহান (JETRO ঢাকা অফিস) এবং আইবিডব্লিউএফ প্রেসিডেন্ট মুহাম্মদ শহিদুল ইসলাম।
বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়।’
জাপানি প্রতিনিধি দল জানায়, বর্তমানে বাংলাদেশে প্রায় তিন শতাধিক জাপানি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। ডা. শফিকুর রহমান ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।
বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যা বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন