শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৩:০১ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ যা জানা গেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৩:০১ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতা বৃদ্ধি পাওয়ায় তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ডা. শাহাবউদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

মেডিকেল বোর্ড জানায়, গত কয়েকদিনে বেগম জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। প্রাথমিকভাবে তাকে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা এবং বাইপ্যাপ মেশিনের মাধ্যমে অক্সিজেন সহায়তা দেওয়া হচ্ছিল। তবে শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় এবং শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শে তাকে ভেন্টিলেটর সাপোর্টে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসকরা জানান, তার কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে নিবিড় ডায়ালাইসিস চলছে। এ ছাড়া শরীরে গুরুতর ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল ইনফেকশন ধরা পড়ায় তাকে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাংগাল ওষুধ দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর তার ‘একিউট প্যানক্রিয়াটাইটিস’ ধরা পড়ে, যার জন্য নিবিড় চিকিৎসা চলছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং ডিআইসি সমস্যার কারণে তাকে নিয়মিত রক্ত ও রক্তের উপাদান দিতে হচ্ছে। এ ছাড়া হৃৎপিণ্ডের ‘অ্যার্টিক ভালভে’ সমস্যা দেখা দেওয়ায় টিইই পরীক্ষার মাধ্যমে তার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস (হৃৎপিণ্ডের সংক্রমণ) শনাক্ত হয়েছে। দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এ বিষয়েও তাৎক্ষণিক চিকিৎসা শুরু করা হয়েছে।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন বেগম খালেদা জিয়া। গত মাস দুয়েক ধরে জ্বর, বমি ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন তিনি।

অবস্থার অবনতি হলে গত ২৬ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই যকৃত ও কিডনির অবস্থার দ্রুত অবনতি দেখে তাকে কেবিন থেকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়।

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার অবস্থা পর্যবেক্ষণ করছে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রফেসর ডা. শাহাবউদ্দিন তালুকদার কোনো ধরনের গুজব বা ভুল তথ্য প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Link copied!