বাংলাদেশের জমিনে কোনো সন্ত্রাসের রাজনীতি চলতে পারে না। শহীদের প্রজন্ম এই নোংরা রাজনীতির কবর রচনা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলে তিনি।
পোস্টে শিবির সভাপতি লিখেন, ইনকিলাব মঞ্চের জনাব উসমান হাদি গুলিবিদ্ধ। এ ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার করতে হবে।
তিনি লেখেন, বাংলাদেশের জমিনে কোনো সন্ত্রাসের রাজনীতি চলতে পারে না। শহীদের প্রজন্ম এই নোংরা রাজনীতির কবর রচনা করবে ইনশাআল্লাহ।

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত হাদিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্স দিয়ে এসব হুমকি দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন