বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় রয়েছে।
আজ (রোববার) সকালে চট্টগ্রামের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ইতিমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে। ফ্যাসিবাদের বিচার কার্যক্রমও শুরু হয়েছে। সেক্ষেত্রে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।’
তিনি আরও বলেন, কিন্তু কেন নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, সেটি নিয়ে প্রশ্ন আছে।
এদিকে, তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন দেশের রাজনৈতিক অঙ্গনে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে।
সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচনকালীন সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য বিদ্যমান রয়েছে।
এর আগে, গতকাল শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। চিন্তা ভাবনা করে এ রোডম্যাপ ঘোষণা করা হয়নি।
মির্জা ফখরুল বলেন, সরকারের ঘোষিত সময়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। চিন্তা ভাবনা করে এ রোডম্যাপ ঘোষণা করা হয়নি।
তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন