যুক্তরাজ্য সফরে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরেই তার সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
আগামী ১৩ জুন (শুক্রবার) তাদের মধ্যে সাক্ষাৎ হতে পারে। একই সঙ্গে একটি ‘ওয়ান টু ওয়ান’ বৈঠকও হতে পারে।
বিএনপির একটি উচ্চ পর্যাযের সূত্রে এমনটাই জানা গেছে।
ইউনূস-তারেক বৈঠক কোথায় কখন?
দলটির একাধিক সূত্র জানায়, ড. ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ ও বৈঠক হবে লন্ডনের ডরচেস্টার হোটেলে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৈঠকটি নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে।
বিএনপির একটি উচ্চ পর্যাযের সূত্র জানায়, আগামী ১৩ জুন স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দুই ঘণ্টাব্যাপী হতে পারে এ বৈঠক।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে বলে ধারণা করা হচ্ছে।
ইউনূস-তারেক বৈঠকে কী আলোচনা হতে পারে?
ধারণা করা হচ্ছে, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
এ বিষয়ে গত সোমবার রাতে (৯ জুন) বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক হয়েছে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ নিয়ে নেতাদের সঙ্গে শলাপরামর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের এজেন্ডা নিয়ে আলোচনা করবেন তারেক রহমান। তা ছাড়া দেশে ফেরার বিষয় নিয়েও আলোচনা করতে পারেন তিনি।

 
                             
                                    
-20250611121459.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন