এক সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের জন্য পেশিশক্তির প্রয়োজন হতো। তবে সময়ের পরিবর্তনে এখন সেই বাস্তবতা আর নেই। বর্তমানে পেশিশক্তির চেয়ে দলে পরিচ্ছন্ন, দক্ষ ও ত্যাগী রাজনীতিবিদের প্রয়োজন বেশি এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর তুরাগ এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামান বলেন, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন না করার কারণে আজ আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাচ্ছে। বিএনপি সেই ভুল করবে না। ইউনিট ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের উদ্দেশে আমি সবসময় বলি যখন যা প্রয়োজন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।
তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। আপনাদের সতর্ক থাকতে হবে যাতে বিভ্রান্তিকর কোনো তথ্য সাধারণ মানুষের মধ্যে না ছড়িয়ে পড়ে।
দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে মোস্তফা জামান বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন দলে কোনো চাঁদাবাজ থাকবে না। কারণ আমরা আওয়ামী লীগ হতে চাই না। তাদের আজকের অবস্থান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
তিনি জানান, সম্প্রতি উত্তরা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে যেসব চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছেন, তারা অতীতে বিএনপির কিছু নেতার অনুসারী ছিল। তাদের অপকর্মের জন্য তারা আগেই দল থেকে বহিষ্কৃত হয়েছে। ভবিষ্যতেও যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হবে, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, যারা গ্রেপ্তার হয়েছে, তাদের এবং তাদের সহযোগীদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনী সংগ্রহ করছে। সবাই সতর্ক থাকুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, এ বি এম এ রাজ্জাক, এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন আফাজসহ মহানগর ও তুরাগ থানার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শেষ পর্বে নেতারা বৃক্ষরোপণ করেন।
আপনার মতামত লিখুন :