গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ সোমবার নুরের অবস্থা পর্যবেক্ষণ করে শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে কেবিনে দেওয়া হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারাও। এদিকে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি। এ ছাড়া নুরের স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ হামলার নিন্দাও জানিয়েছেন তিনি।
অন্যদিকে গতকাল রোববার দুপুরে নুরকে দেখতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায়-দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। হাসপাতাল থেকে বের হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নুরকে টার্গেট করে পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সাংবাদিকদের বলেন, নুরের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে আরও এক দিন (সোমবার)। এরপর তার অবস্থা পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে।
নুরের চিকিৎসার ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের শরীর ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার চারটি সমস্যা- নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে। চোখের ইনজুরি আছে। সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে। কিছুটা ট্রমায় আছেন তিনি। বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। আশা করা যাচ্ছে তিনি এক সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন।
মেডিকেল সূত্র জানায়, নুরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। তার জন্য ভিভিআইপি ১ নম্বর কেবিন প্রস্তুত করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আইসিউ থেকে ভিভিআইপি কেবিনে শিফট করা হবে। বর্তমানে তিনি আইসিইউ ৯ নম্বর বেডে চিকিৎসাধীন।
নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। গতকাল সকালে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টায় ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি। নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি তার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করেছেন। এ জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন বলে জানান আবু হানিফ।
শারীরিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া:
নুরের স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ হামলার নিন্দাও জানিয়েছেন তিনি। গত শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে নুরের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়া নুরের জন্য উদ্বেগ প্রকাশ করছেন। তিনি মর্মাহত এবং এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি জানান, বেগম জিয়া নুরের যথাযথ চিকিৎসার অনুরোধ করেছেন। এ ছাড়া বেগম খালেদা জিয়া নুরুল হকের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছেন বলেও শায়রুল কবির উল্লেখ করেন।
এদিকে, নুরকে দেখতে গিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। আসিফ বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি এখন নানা ফরমেটে শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন, তাদের ওপর পরাজিত হওয়ার যে আক্রোশ, সেটা মেটানোর চেষ্টা করছে।’ জড়িতদের শাস্তির আওতায় আনতে শক্তিশালী তদন্ত কমিটি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জানতে পেরেছি, এ কর্মসূচি করার আগেও গণঅধিকার পরিষদ ও নুরুল হক নুরকে হুমকি দেওয়া হয়েছে।’ সরকার এসব বিষয় খতিয়ে দেখবে বলে উল্লেখ করেন এ উপদেষ্টা। আসিফ বলেন, ‘কোনটা মব, আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেই পার্থক্যটা বুঝতে হবে। রাজনৈতিক দল কীভাবে মব করে? একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কীভাবে মব বলবেন?’
তিনি বলেন, ‘প্রথমে হামলা হয়েছে জাতীয় পার্টির দিক থেকে। আমরা এর আগেও দেখেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম উত্তপ্ত পরিস্থিতি হতেই পারে। কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজড করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া ঠিক হবে না। জাতীয় পার্টি একটি সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী।’ ‘আমরা দেখেছি, বিগত সময়ে কীভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কীভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কোনোভাবে যদি কেউ সমর্থন দেওয়ার চেষ্টা করে, সবাই মিলে তা প্রতিহত করতে হবে,’ যোগ করেন তিনি।
এদিন দুপুরে নুরকে দেখতে ঢামেক জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, ৫ আগস্টের পর নুরের ওপর এই বীভৎস ও পৈশাচিক আক্রমণ কেন হলো? আমার মনে হচ্ছে এটি পূর্বপরিকল্পিত। তাকে টার্গেট করা হয়েছে মেরে ফেলার জন্য। সামান্য এদিক-ওদিক হলে আজ তাকে জীবিত পাওয়া যেত না। তিনি বলেন, নুরের ওপর অন্তত ২২ বার আক্রমণ হয়েছে। বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে, সেখানেই সে ফ্যাসিবাদী সরকারের শিকার হয়েছে। উদ্দেশ্য ছিল তাকে সরাসরি হত্যা করা। রিজভী আরও বলেন, নুরের ওপর হামলা ছিল একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। সে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিল। সেখানে কোনো সহিংসতা ঘটেনি। এরপরও নির্মম আক্রমণ চালানো হয়েছে। নুর কখনো সহিংসতায় জড়িত নয়। গণতান্ত্রিক প্রতিবাদের জন্য তার স্বীকৃতি আছে।
নুরের শারীরিক অবস্থা নিয়ে রিজভী জানান, চিকিৎসকদের মতে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। আরও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে কেবিনে নেওয়া যাবে কি না।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন