‘বঙ্গবন্ধু পরিষদ নেতার ভেলকি, দেড় মাসেই প্রভাষক থেকে সহকারী অধ্যাপক’ শিরোনামে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষক মো. রাজিউর রহমানের পদোন্নতি, অনৈতিকভাবে কোটায় ভর্তিসহ অন্যান্য অনিয়ম খুঁজতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়টির ভিসির কাছে জমা দিতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, গত ২৮ আগস্ট রূপালী বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত ‘বঙ্গবন্ধু পরিষদ নেতার ভেলকি, দুই মাসেই প্রভাষক থেকে সহকারী অধ্যাপক’ শিরোনামে প্রকাশিত সংবাদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে অনিয়মতান্ত্রিকভাবে পদোন্নতিসহ কোটায় ভর্তির বিষয় নিয়ে ড. মো. রাজিউর রহমানের নাম উঠে এসেছে। বিষয়টি নিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন ও সত্যানুসন্ধানের জন্য নি¤œলিখিত ব্যক্তিবর্গ সমন্বয়ে একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হলো।
বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াকে সদস্যসচিব করে ৫ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেনÑ ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আনিসুর রহমান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বশির উদ্দিন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন