যারা মবতন্ত্র কায়েম করতে চায় তারাই নির্বাচন বিরোধী বলে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
রোববার (২০ জুলাই) টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সকল শহীদদের স্মরণে দাইন্যা স্কুল (চিলাবাড়ী হাটখোলা) মাঠে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা দিয়েছে, গণতন্ত্রকে উত্তরণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন। সে নির্বাচন বিলম্বিত করার অর্থ হচ্ছে সময়কে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া।
টুকু বলেন, বিএনপি এ দেশের জনগণের দল, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের জন্য কাজ করে, বিএনপি কখনোই স্বৈরাচারের মতো মানুষকে গুলি করে নাই। নির্দিষ্ট সময়ের মধ্যই ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের ব্যবস্থা করেছে। বিএনপি কখনও ক্ষমতার লোভ করে না, এজন্য ৩১ দফায় তারেক রহমান বলেছেন, ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপি যা বলে তাই করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেছেন। নারীরা যাতে পড়ালেখায় এগিয়ে যেতে পারে এজন্য তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন।
এ সময় সুলতান সালাউদ্দিন আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সকল ফ্যাসিষ্টসহ শহীদ জিয়াউর রহমানের খুনীদের বিচার করা হবে বলেও জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যারা কটূক্তি করেছে, সেটির প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি করছি। এমন কোনো বক্তব্য দেওয়া ঠিক হবে না, যা বাংলাদেশের অস্থিরতাকে আরও বেশি উসকে দেওয়া হয়।
এ সময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি, জাসাস, যুবদল ও ছাত্রদলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন