নির্বাচনের তারিখ ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের ‘মন খারাপ’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘কিছু উপদেষ্টা যেন মনে করছেন, তারা ৫ বছরের জন্য ক্ষমতায় এসেছেন। এমনকি কেউ কেউ বলছেন, ইউনূস সাহেবের সরকার যতদিন দরকার, চলুক। তাদের মতে, দেশে আর নির্বাচিত সরকারের প্রয়োজন নেই!’
বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজশাহীতে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিজয় র্যালি ও পথসভায় এসব কথা বলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
মেজর হাফিজ বলেন, ‘আমরা যখনই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে প্রফেসর ইউনূস সাহেবকে পেয়েছি, তখন কেউ কেউ ভাবছিল, নির্বাচন না হলেও চলবে। অথচ এই সরকার গঠনের সময় প্রফেসর ইউনূস সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে আশ্বাস দিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেবেন। তিনি কথা রেখেছেন, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রকৃতপক্ষে একটি গণআন্দোলন গড়ে তুলেছিলাম, যাতে বিএনপির প্রায় ৫০০ নেতা-কর্মী শহীদ হয়েছেন। সেই আন্দোলনই নির্বাচন আদায়ে সহায়ক হয়েছে। যারা বলছে, রাজনৈতিক দলগুলোর দরকার নেই, তারা গণতন্ত্রকে ভয় পায়।’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘১৯৭১ সালে মেজর জিয়াউর রহমানের আহ্বানে যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য। কিন্তু সেই গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ।’
তিনি আরও বলেন, ‘কয়েকটি দল, যাদের জনগণের মধ্যে কোনো ভিত্তি নেই, তারা হয়তো ১৯৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতাও করেছিল। এখন তারা জানে, জনগণ তাদের ভোট দেবে না, তাই নির্বাচনের ঘোষণা শুনে তাদের মন খারাপ।’
আপনার মতামত লিখুন :