দায়বদ্ধ সরকার ছাড়া চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। বিদেশি বিনিয়োগ নেই, দেশীয় বিনিয়োগও থমকে গেছে। বড় বড় গ্রুপও নতুন খাতে বিনিয়োগ করছে না। দায়বদ্ধ সরকার ছাড়া কেউ অর্থ বিনিয়োগ করতে চাইবে না, এতে দেশের মানুষের অবস্থা আরও খারাপ হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শুক্রবার (২২ আগস্ট) সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
আলাল বলেন, পিআর পদ্ধতি পৃথিবীর অনেক দেশে আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা অস্থিতিশীল সরকার তৈরি করেছে। যারা পিআর পদ্ধতির কথা বলছেন, তাদের অনেক কর্মীই আসলে এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবেন কি না, তা নিয়েও আমার দ্বিধা আছে।
তিনি বলেন, মতভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। সবাই যদি আগেই একমত হয়ে যায় তাহলে সেটা বাকশাল হয়ে যাবে। কিন্তু ভিন্নমত আমার মত করেই হতে হবে–এমন জেদ রাজনীতির শিষ্টাচার নয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিআরইউর সভাপতি আনিসুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেনসহ সংগঠনের নেতারা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন