ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জনগণের সমস্যার সমাধানই অঙ্গীকার: আমিনুল হক

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:১২ এএম
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক । ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক রাজধানীর পল্লবীতে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয়দের আশ্বস্ত করেছেন, জনগণের সমস্যার দ্রুত সমাধানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। রবিবার সন্ধ্যায় পল্লবীর ৯১ নম্বর ওয়ার্ডের ই-ব্লকে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যেসব সমস্যার সমাধান এখনই সম্ভব, তা দ্রুত করার চেষ্টা করব। আর যেগুলো তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে স্থায়ী সমাধান দেওয়া হবে।’

নিজ এলাকার মানুষের সঙ্গে আবেগমাখা সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় বড় হয়েছি। ১৭ বছর খেলাধুলা করেছি, জাতীয় ফুটবল দলে খেলেছি এবং নেতৃত্ব দিয়েছি। আজ বিএনপির একজন কর্মী হিসেবে ধানের শীষের প্রতিনিধি হয়ে জনগণের পাশে থাকতে চাই। আপনাদের এলাকার প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই, তাই আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।’

স্থানীয়দের উত্থাপিত নানা সমস্যা শোনার পর তিনি আরও বলেন, ‘যদি কোনো নেতা জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হন, সরাসরি আমার কাছে অভিযোগ করবেন। আমি এমন নেতা নিয়ে কাজ করতে চাই, যে জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করে। প্রয়োজনে জনগণের স্বার্থবিরোধী নেতাকে পরিবর্তন করে দেওয়া হবে।’

শিক্ষা, ইসলাম ও মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে পবিত্র আল কোরআনকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করা হবে। একইসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজনের আদর্শে ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতের কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

শিক্ষার মানোন্নয়ন ও তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি জিরো টলারেন্স নীতির মাধ্যমে সারা বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে ইনশাআল্লাহ।’

সভায় স্থানীয়রা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে আমিনুল হক তাদের আশ্বস্ত করেন, জনগণের ভোট ও ভালোবাসাই তার শক্তির উৎস। তিনি আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।