নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে। কিন্তু গণঅভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। সেই কাঠামোগত পরিবর্তন না এলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৩ আগস্ট) মালয়েশিয়া সফরকালে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রোববার (২৪ আগস্ট) সভায় নাহিদ ইসলামের বক্তব্য ফেসবুক পেজে পোস্ট করেছে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, ‘এই গণঅভ্যুত্থান বাংলাদেশের আগের যেকোনো গণআন্দোলনের চেয়ে ভিন্ন। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। তরুণদের উত্থান ঘটেছে।’
তিনি বলেন, ‘গত এক বছরে বাংলাদেশ সংস্কারের পথে এগিয়েছে। কোথাও বাধাগ্রস্ত হয়েছে। এখন একটা অনিশ্চয়তার জায়গায় দাঁড়িয়েছে যে সংস্কার হবে, নাকি সংস্কার ছাড়াই নির্বাচনের দিকে এগিয়ে যাবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি, আমরা নতুন সংবিধান চাই। প্রতিষ্ঠানগুলোর সংস্কার চাই।’