বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই সনদ ইস্যুতে যদি বিএনপি প্রতিবাদের পথ বেছে নেয়, তাহলে বর্তমান সরকার টিকতে পারবে না। তিনি দাবি করেন, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, তা জনগণ ভালোভাবেই বুঝতে পেরেছে।
রোববার (২ নভেম্বর) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, তা স্পষ্ট। কিন্তু প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরো সরকার বিষয়টি নিয়ে নীরব রয়েছে। বিএনপি যদি প্রতিবাদের পথে নামত, তাহলে এই সরকার টিকতে পারত না। তবে আমরা এখনো ধৈর্য ধরে জনগণের কাছে বিষয়টি তুলে ধরছি।
তিনি আরও বলেন, বিএনপি এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। কারণ, জনগণই পরিবর্তনের শক্তি।
বিএনপিকে ঘিরে অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যের বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির সম্ভাবনা থাকায় আমাদের দলকে বিতর্কিত করার চেষ্টা চলছে। কিন্তু বিএনপি এসব দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে না।
তিনি মনে করেন, সরকার জনগণের স্বার্থে কাজ না করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতিতে লিপ্ত রয়েছে। তবে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়।

