ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

‘জুলাই আন্দোলনে দূর থেকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান’

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৩:২১ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জুলাই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলতা অর্জন করেছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, অনেকে মনে করেন জুলাই আন্দোলন কেবল ছাত্রদের আন্দোলন ছিল, কিন্তু এটি সঠিক বিশ্লেষণ নয়। এই আন্দোলনের পেছনে ছিল দূর থেকে তারেক রহমানের নেতৃত্ব, যার ফলেই এটি সফল হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্ররা জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিলেন, কিন্তু তারেক রহমান ১০ হাজার কিলোমিটার দূর থেকে পুরো আন্দোলনের দিকনির্দেশনা দিয়েছেন। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলন একদিনে গড়ে ওঠেনি; এটি বিএনপিসহ বহু রাজনৈতিক দলের দীর্ঘদিনের আন্দোলনের ফল।

সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপির সব রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু জনগণের শক্তি ও গণআন্দোলনকে কখনো দমন করা যায় না।