সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:৩১ পিএম

প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির কোনো দেশে নেই: সালাহউদ্দিন আহমেদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:৩১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি- সংগৃহীত

পৃথিবীর কোনো দেশেই প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দেশে যেন পুনরায় কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ জন্ম না নেয় সেজন্যই আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ নয় বরং গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।’

রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্বে কোথাও প্রধানমন্ত্রী হওয়ার সময়সীমা নির্ধারিত নেই। তবে বিএনপির উচ্চপর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কেউ ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকবেন না। আমরা নিজস্বভাবে সেই সীমা মেনে চলব।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এবং সংসদের মাধ্যমে নির্বাহী বিভাগের কার্যকর রাষ্ট্র পরিচালনার স্বার্থে আমরা কোনো এনসিসি বা জাতীয় সরকার ধারণার সঙ্গে একমত হইনি। এটাই ছিল আমাদের অবস্থান। তবে আমরা আশা করি, আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ঐকমত্যে পৌঁছানো সম্ভব।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জুলাই সনদের বিষয়ে বিএনপি আগেই মতামত দিয়েছে। যারা এখনও সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি, তাদের দায়িত্বে বিলম্ব হলে তার দায় বিএনপির নয়।’

নেতারা জানান, আলোচনা চলছে এবং চলবে, তবে দীর্ঘসূত্রতা কোনো পক্ষের জন্যই কাম্য নয়। অবিলম্বে জাতীয় স্বার্থে কার্যকর সিদ্ধান্তে পৌঁছানোর ওপর তারা গুরুত্বারোপ করেন।
 

Shera Lather
Link copied!