ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

১০ লাখ টাকা দিয়ে ট্রেন ভাড়া করল ছাত্রদল

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৩:২৬ পিএম
ট্রেন ও ছাত্রদলের লোগো । ছবি- সংগৃহীত

রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে যোগ দিতে ১০ লাখ টাকা ব্যয়ে একটি ট্রেনের ২০টি বগি ভাড়া করেছে চট্টগ্রামের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। 

রোববার (৩ আগস্ট)  সকালে ট্রেনে করে রওনা দেবেন ছাত্র সংগঠনটির প্রায় দেড় হাজার নেতাকর্মী।

চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, আগামীকাল (রোববার) শাহবাগের ছাত্র সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম থেকে দুই হাজারের বেশি নেতাকর্মী ঢাকায় যাবেন। অনেকে আজ রাতেই বাসে করে রওনা দেবেন। আমরা রেলওয়ের কাছে আবেদন করে একটি বিশেষ ট্রেন বরাদ্দ নিয়েছি। এতে ২০টি বগি আছে। আসন আছে এগারো শতাধিক। বিশেষ ট্রেনটির ভাড়াবাবদ প্রায় ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

তিনি বলেন, ট্রেনে করে প্রায় দেড় হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। শুধু মহানগরের না, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও যাবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, ছাত্রদল বিশেষ ট্রেনের জন্য আবেদন করেছিল। নিয়ম অনুসারে রেল ভবনের অনুমোদন নিয়ে একটি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এর জন্য তারা ভাড়া পরিশোধ করেছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য চারটি ট্রেন ভাড়া করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ট্রেনগুলো রাজশাহী, সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে ঢাকায় গিয়েছিল নেতাকর্মীদের নিয়ে। তখন রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, চারটি ট্রেনের ভাড়া হিসেবে ৩২ লাখ টাকা পরিশোধ করেছে জামায়াত।