ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ওসির হাতে ছাত্রলীগ নেতাকে সোপর্দ

‘আপনারে গিফট দিছি, আপনার গিফট রাখেন’

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০২:২৪ পিএম
নুরুল ইসলাম রুবেল। ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক গোলাম মওলা মাশরাফ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার বাদামতল এলাকা থেকে নুরুল ইসলাম রুবেল (২৭) নামে ওই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।

রুবেল পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়ার বাসিন্দা নূর নবীর ছেলে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। রুবেলের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের হয়ে নাশকতার পরিকল্পনা এবং দুটি মাদক মামলার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক গোলাম মওলা মাশরাফ বলেন, আজকের লকডাউনকে কেন্দ্র করে রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের একটি নাশকতার পরিকল্পনা ছিল। আমরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছি। নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহত করতে আমরা রাজপথে প্রস্তুত আছি।

পটিয়া থানার (ওসি) নুরুজ্জামান বলেন, আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।

ঘটনাস্থলে হাস্যরসাত্মক ভঙ্গিতে গোলাম মওলা মাশরাফ ওসিকে উদ্দেশ করে বলেন, আপনারে গিফট দিছি, আপনার গিফট আপনি রাখেন।