জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে বা সংস্কার চায় না, তাহলে শুরুতেই তাদের বলা উচিত ছিল যে, তারা কমিশনে অংশ নেবে না এবং এটিকে বয়কট করছে। বহু সভায় অংশ নেওয়ার পর এখন আপত্তি তোলা দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লা সেন্ট্রাল হাসপাতাল অডিটোরিয়ামে নিজ নির্বাচনী এলাকার ভোটকেন্দ্র পরিচালকদের সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ডা. তাহের।
তিনি বলেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে, তাহলে এটা রাজনৈতিক দায়িত্বহীনতা। এখন তারা নতুন করে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা করছে, যা ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে জনগণের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে।
জামায়াত নেতা আরও বলেন, নির্বাচন না হলে দেশের বাইরে থাকা ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে। বিএনপি সম্ভবত সেই অস্থিতিশীল পরিস্থিতিতে ফিরতে চায়, যেখানে দেশ আবার ‘সংস্কারবিহীন বাংলাদেশে’ পরিণত হবে।
জনগণ আওয়ামী জাহেলিয়াতের দিকে বাংলাদেশকে ফেরত যেতে দেবে না, যোগ করেন তিনি।
সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে, তাহলে তা নিরপেক্ষতা হারানোর প্রমাণ হবে। কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ পেলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠবে।
বিএনপি সরকারের ওপর অযথা চাপ সৃষ্টি করছে উল্লেখ করে ডা. তাহের বলেন, আরপিও সংশোধনে কমিশন ও সরকার উভয়েই সিদ্ধান্ত নিয়েছে, কোনো দল এককভাবে বা জোটগতভাবে নির্বাচন করলে নিজেদের দলীয় প্রতীকে অংশ নিতে হবে। এই সিদ্ধান্তকে আমরা ও অন্যান্য দল স্বাগত জানিয়েছি। কিন্তু এখন বিএনপি বলছে তারা এটা মানে না যা দায়িত্বজ্ঞানহীন আচরণ।
সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহানসহ অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন