নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর ছাত্ররা অনবদ্য ও দৃঢ় ভূমিকা রেখেছে। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রদেরকে স্বেচ্ছাসেবক নিয়োগ দিলে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (২৩ আগস্ট)সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেনী কমিউনিটির উদ্যোগে ফেনী জেলার রাজনৈতিক, সাংবাদিক, গবেষক, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ফেনীর বন্যার স্থায়ী সমাধানে করনীয় শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, গতবছর ভয়াবহ বন্যার পর প্রফেসর ড. ইউনূস একবারের জন্যও ফেনীতে যান নি যা খুব দুঃখজনক। ফেনীর বন্যার সমস্যা সমাধানে ফেনীর জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের সাথে আমলারা একমত হতে পারেন না বলেই দৃশ্যমান কোন অগ্রগতি হয় না। এজন্য আমরা বারবার চেষ্টা করেছি যেন উপদেষ্টারা যেন ফেনীতে আসেন। কারণ উপদেষ্টা ঘটনাস্থলে আসলে সরকারের আমলারা কাজ করেন। এমনকি উপদেষ্টারা অবাক হয়েছেন ফেনীর মানুষের সোচ্চার দাবী দেখে যেখানে তারা বলেছেন তারা ত্রাণ চান না, সমস্যার সমাধান চান। এজন্য ফেনীর সমস্যাকে স্থানীয় নয় বরং জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে তার সমাধানে সরকারকে গুরুত্ব দিতে হবে । ফেনী জেলার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্ক জড়িত।
তিনি বলেন, ফেনীর সমস্যা সমাধানে এখানের সকলকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফেনী এক সময় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। ফেনীতে সুষ্ঠু নির্বাচন ও সন্ত্রাসী মুক্ত জনপদ হিসেবে গড়তে হলে সকল মানুষকে সজাগ থাকতে হবে।
এসময় সভাপতিত্ব ও প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী কমিউনিটির আহবায়ক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, সঞ্চালনা করেন ফেনী কমিউনিটির সদস্য সচিব বুরহান উদ্দিন ফয়সল।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মোতাহের হোসেন, সাংবাদিক ও সমাজকর্মী ফারাবী হাফিজ, জাতীয়তাবাদী সমবায় দলের সেক্রেটারি ড. নিজাম উদ্দিন, কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, ব্যবসায়ী ও ফেনী ফোরামের সহ সভাপতি দিদারুল আলম মজুমদার, সোনাগাজী ফোরামের সভাপতি ইব্রাহিম বাহারী, ব্যবসায়ী কামরুল ইসলাম, সাংবাদিক কেফায়েত শাকিল, সউদি আরব বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রমূখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন