ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

জামায়াত আমিরের খোঁজখবর নিলেন সেনাপ্রধান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১১:৩৯ পিএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, সেনাপ্রধান ডা. শফিকুর রহমানের অসুস্থতা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি মহান আল্লাহর দরবারে তার সুস্থতার জন্য দোয়া করেছেন।

পোস্টে আরও বলা হয়, ‘আমরা তাঁর এই আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাকে উত্তম প্রতিদান দিন। আমিন।’

এর আগে বুধবার (৩০ জুলাই) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর জামায়াত আমিরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়ে।

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।’

জামায়াত আমিরের ‘মোটামুটি সুস্থ’ থাকার তথ্য দিয়ে তার ব্যক্তিগত সহকারী নজরুল বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আমির বুধবার বেলা ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে বিকাল ৪টার দিকে তার এনজিওগ্রাম করা হয়।’ তার বাইপাস সার্জারি কবে, কখন করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি