ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

জামায়াত আমিরের সুস্থতা কামনায় চীন, পাকিস্তান ও ফিলিস্তিন দূতাবাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০২:১০ এএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত তিন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা হাসপাতালে ভর্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সোমবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় হাসপাতালে ফুল পাঠিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মাদ ওয়াসিফ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির এই আন্তরিকতা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীরভাবে প্রশংসিত ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা হয়েছে। এ ধরণের সৌহার্দ্যপূর্ণ আচরণ আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডা. শফিকুর রহমান। যদিও তার বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে রাজনৈতিক মহলে তার অসুস্থতা নিয়ে আলোচনা চলমান।