ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশ জামায়াত

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৭:২৫ পিএম
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি- সংগৃহীত

স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন ড. ইউনূস। 

ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন,‘আমি মনে করি, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, এই ঘোষণাপত্রে তার প্রতিফলন হয়নি। এটি যেন পাশ কাটিয়ে যাওয়ার মতো একটি প্রচেষ্টা। আমরা হতাশ।’

তিনি আরও বলেন,‘এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে? কাল থেকেই কি কার্যকর হবে? তা স্পষ্ট করা হয়নি। আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করার দাবি করেছিলাম সেটাও হয়নি।’

জামায়াত নেতা জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী সরকার বাস্তবায়ন করবে। অর্থাৎ, এই সরকার কিছু করবে না। অথচ দায়িত্ব এই সরকারের। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে এত হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়া দুঃখজনক। এই জাতি হতাশ।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয় জুলাই ঘোষণাপত্রে।

ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র যুক্ত হবে। ঘোষণাপত্রে জুলাই গণ-অভ্যুত্থানে সব শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হবে।

ঘোষণাপত্রটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল দলিল হিসেবে বিবেচিত, যা দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের মতামতের ভিত্তিতে তৈরি করেছে অন্তর্বর্তী সরকার।