ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

৭১ শতাংশ মানুষ পিআর চায়: ডা. তাহের

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৩:৫৫ পিএম
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি- সংগৃহীত

যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, তারা পিআরকে মেনে নেয়ার একটি নৈতিক জায়গা থেকে বাধ্যবাধকতা আছে। কারণ ইতিমধ্যে যে সার্ভে হয়েছে সুজনের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে। সেখানে ৭১ শতাংশ মানুষ পিআর চাচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.সৈয়দ আব্দুল্লাহ মু.তাহের।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলেন তিনি ।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.সৈয়দ আব্দুল্লাহ মু.তাহের বলেন, আমরা চাই একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। উৎসবমুখর নির্বাচন। স্বৈরাচার ছাড়া সকল বৈধ দলের অংশগ্রহণে নির্বাচন। এর আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। 

তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হ্যাঁ/না ভোট করেছিলেন তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। আমরা শহিদ জিয়ার সেই দলকে অনুরোধ করবো- তারা যেন শহিদ জিয়া যেভাবে ভোট করেছিলেন, প্রক্লেমেশন করেছিলেন, সেটাকে ফলো করে। এবারের যে সমস্ত সংস্কারে আমরা একমত হয়েছি, সেটাকে ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন করার ব্যাপারে তারা পজেটিভ ভূমিকা নেবে।

ডা.সৈয়দ আব্দুল্লাহ মু.তাহের বলেন,নির্বাচন যথা সময়ে হবে । কিন্তু নির্বাচন যথাসময়ে হওয়ার জন্য কিছু অবস্ট্যাকল আছে, সরকার সিনসিয়ার হলে সেগুলো দূর করা সম্ভব। তখন নির্বাচনের ব্যাপারে আর কোন প্রতিবন্ধকতার সুযোগ দেখি না। নির্বাচন হতেই হবে। নির্বাচন না হলে দেশ বিপর্যয়ের দিকে যাবে।