কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ঢাকায় বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হলো জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী, যেখানে অংশ নেন জামায়াতে ইসলামীর প্রতিনিধিরাও।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান অনুষ্ঠানে যোগ দেন।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্দেশ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা বার্তা মিস. গোয়েন লুইসের নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জাতিসংঘের দীর্ঘস্থায়ী অবদান এবং মানবকল্যাণে সর্বজনীন ভূমিকার জন্য শুভকামনা জানানো হয়। এ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক অগ্রগতিতে জাতিসংঘের সহযোগিতা ভবিষ্যতে আরও বেগবান হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।