বিশ্ব স্কাউট সংস্থার শাখা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্কাউটের (এপিএসসি) ২০২৫-২০৩১ মেয়াদের জন্য রিজিওনাল স্কাউট কমিটির সদস্য হয়েছেন আইটি ফ্রিল্যান্সার স্কাউট মির মাহবুবুর রহমান স্নিগ্ধ। তরুণদের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করতে এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্কাউট আন্দোলনকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন মির মাহবুবুর রহমান স্নিগ্ধ। এপিএসসি সদস্য নির্বাচিত হয়ে স্নিগ্ধ বলেছেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আমরা স্রেফ একজন স্কাউট নই। আমরা একটি পরিবার। আমরা প্রজন্ম ও জাতির মধ্যে সেতুবন্ধ। আমার বিশ্বাস, তরুণরাই হবে আগামীর শক্তি। তবে এ জন্য অভিজ্ঞ নেতৃত্ব দরকার। আমাদের সেই অভিজ্ঞ নেতা রয়েছেন। আমাদের লক্ষ্য স্পষ্ট, আমরা একসঙ্গে বড় হব। একসঙ্গে শক্তিমত্তার অধিকারী হব।
তাইওয়ানের কাওশিউংয়ে অনুষ্ঠিত ২৮তম এপিএসির পরবর্তী কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচন গত ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়। নির্বাচনে পাঁচ সদস্যের এই কমিটিতে নির্বাচিত হওয়ায় অনলাইনে অভিনন্দনে ভাসছেন জুলাই শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।
অনুষ্ঠানে নতুন করে পাঁচটি আঞ্চলিক স্কাউট কমিটি ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের মীর মাহবুবুর রহমানের পাশাপাশি অস্ট্রেলিয়ার নিকেতাহ জায়েদে কুনিও নেপালের দেব রাজ ঘিমিরে, হংকংয়ের ডা. উইলসন ওয়াই-সাং লাই এবং ফিলিপাইনের আত্তি সেড্রিক গায়োনা ট্রেন আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট কমিটিতে নিজ নিজ অঞ্চলের জাতীয় স্কাউট সংস্থা থেকে নির্বাচিত দশজন সদস্য থাকে। যাদের প্রত্যেকেই নির্দিষ্ট ছয় বছরের মেয়াদে আঞ্চলিক যুব প্রতিনিধিদের সভাপতিত্ব করেন। প্রতিটি আঞ্চলিক স্কাউট সম্মেলনে আবার পাঁচজন বিদায়ি কমিটির সদস্যের স্থলাভিষিক্ত হন পাঁচজন নবনির্বাচিত সদস্য। সেই হিসাবে বর্তমান সদস্যদের মেয়াদ শেষে নতুন করে এই পাঁচজন যুক্ত হবেন।