বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেছেন, চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে। যারা আওয়ামী লীগের ভূমিকায় আবির্ভূত হয়ে সারা দেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, লুটপাট, দখলদারিত্বে মেতে উঠেছে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধাগ্রস্ত হয়ে দাঁড়িছে। তরুণ প্রজন্ম এদেরকে নব্য ফ্যাসিবাদ হিসেবে বিবেচনা করে বয়কট করবে।
রোববার (৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সূত্রাপুর থানার উদ্যোগে রাজধানীর ধোলাইখালে ঢাকা-০৬ সংসদীয় আসনের নাগরিক উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মান্নান বলেন, যেই দলের নেতারা এখন বলছে ক্ষমতায় গিয়ে তারা এক বছরে দেড় কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে, তারা বিগত সময়ে ১০ বছর ক্ষমতায় থেকে কী করেছে জাতি দেখেছে। দেশকে যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে তাদের দ্বারা নতুন বাংলাদেশ গড়ে তোলা অসম্ভব। নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত দলের হাতে দায়িত্ব দিতে হবে। তবেই জনগণের প্রত্যাশিত বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব হবে। জামায়াতে ইসলামী জাতিকে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় তিনি ঢাকা-৬ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই আসনের জনগণ যদি সুযোগ দেয় তবে ঢাকা-৬ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, ধর্ষণ, লুটপাটকারীদের হাতকে মুক্ত করা হবে।
বুড়িগঙ্গকে দখলমুক্ত করার অঙ্গীকার করে তিনি বলেন, বুড়িগঙ্গা ঢাকার প্রাণ। বুড়িগঙ্গাকে দখলমুক্ত করে ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
সূত্রাপুর উত্তর থানা আমির মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সূত্রাপুর পূর্ব থানা আমির নোমান শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ ছিলেন সূত্রাপুর-ওয়ারী জোন পরিচালক ও ঢাকা ০৬ সংসদীয় আসন কমিটির নির্বাচন পরিচালক মো. কামরুল আহসান হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোন টিম সদস্য মাওলানা নেছার উদ্দিন, সূত্রাপুর দক্ষিণ থানা আমির দাইয়ান সালেহীন, ওয়ারী পূর্ব থানা আমির মোতাসিম বিল্লাহ, ৪৪ ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী শাহাদাত হোসেন আকন্দ, সিঙ্গটোলা জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু হানিফ নেছারী প্রমুখ।