বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট শাসনের আমলে উন্নয়নের মিথ্যা ছবি তুলে ধরা হয়েছে। মেট্রোরেল, উড়াল সেতু, ফ্লাইওভারসহ নানা প্রকল্পের ফানুস দেখানো হলেও জাতির মেরুদণ্ড তথা উপযুক্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। কারণ যুগে যুগে ফ্যাসিস্টরা এই কাজ করেছে।’
রোববার (৫ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।
রিজভী আরও বলেন, ‘গত ১৫-১৬ বছর ধরে জ্ঞান ও বিজ্ঞান চর্চার সুযোগ কম থাকায় আজকের দিনে মাস্তান ও গুন্ডারা তৈরি হচ্ছে। ছাত্রদের নামধারীদের ব্যবহার করে মিছিল-মিটিং করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বেগজনক।’
তিনি একটি গবেষণার তথ্য উল্লেখ করে বলেন, বাংলাদেশে শিক্ষার মান এখনো উন্নত নয় এবং পাঠ্যক্রমও পর্যাপ্ত আপডেট হয়নি। শিক্ষার অবকাঠামো অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে। শিক্ষক ও ছাত্র উভয়ই প্রযুক্তি নির্ভর শিক্ষায় পিছিয়ে পড়েছে। দেশের সরকারি ও বেসরকারি প্রায় ৪০ শতাংশ বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম নেই, যা বিশেষ করে গ্রামীণ অঞ্চলে আরও তীব্র।’
রিজভী বলেন, ‘সম্প্রতি সংবাদে জানতে পেরেছি ছাত্রলীগের এক নেতা দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা পরিকল্পনা করেছিলেন।’
তিনি মন্তব্য করেন, যদি প্রকৃতপক্ষে বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ব্যবস্থা থাকত, তাহলে শিক্ষার্থীদের নামে গঠনকৃত কোনো সংগঠন থেকে এমন হত্যাচেষ্টার পরিকল্পনা কখনোই জন্ম নিতে পারত না।