বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ১১:৩২ পিএম

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ১১:৩২ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নেয়ামত দান করুন। আমিন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর তিনি হাসপাতালে পৌঁছান। সংক্ষিপ্ত সময় অবস্থান করে রাত পৌনে ১১টার দিকে বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জামায়াত আমির বলেন, অনেকদিন ধরেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিচ্ছিলাম, কিন্তু  আজকে আর কোনোভাবে মনকে বুঝাতে পারিনি এজন্যই আসলাম।  

তিনি বলেন, ‘উনাকে দেখে এলাম। এখন তাঁর ডায়ালাইসিস চলছে এবং তাঁকে ডিপ সিডেশনে (এক প্রকার চিকিৎসা পদ্ধতি যেখানে ওষুধ ব্যবহার করে রোগীকে গভীর ঘুমে রাখা হয়) রাখা হয়েছে। 

ডা. শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া এর আগেও অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু এবারের পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সংকটজনক। চিকিৎসার স্বার্থে বিএনপির পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ থাকায় তিনি খুব অল্প সময় সেখানে ছিলেন।

তিনি বলেন, ‘আমি মাত্র দেড় মিনিটের মতো দাঁড়িয়েছি। আমার কাছে মনে হয়েছে বেশি সময় দাঁড়িয়ে থাকা ঠিক হবে না—চিকিৎসায় কোনো বিঘ্ন ঘটানো উচিত নয়।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘আমি দুচোখে দেখে আসতে পেরেছি—এটাই আমার সান্ত্বনা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন সুস্থতার নিয়ামত দান করেন। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও তাঁর পরীক্ষার অংশ।’

তিনি বলেন, খালেদা জিয়ার পরিবারের জন্য এই পরিস্থিতি অত্যন্ত কঠিন। তার আপনজনরা যে কতোটা মানসিক চাপের মধ্যে আছেন, তা বোঝা যায়। তাঁদের জন্যও আমরা দোয়া করি—আল্লাহ যেন ধৈর্য ও শক্তি দান করেন।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন যে, আল্লাহর রহমতে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। উনি এখনো সারভাইভ করছেন—এটা আল্লাহর রহমত। আমরা সবসময় দোয়া করি, তিনি সুস্থ হয়ে জাতির খেদমতে আবার ফিরে আসুন।

হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখানে চিকিৎসাধীন আরও অনেক রোগী আছেন। সবার প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তাই ভিড় করা ঠিক নয়। কেউ যেন চিকিৎসায় বিঘ্ন ঘটানোর মতো কিছু না করেন।’

সবশেষে তিনি আবারও খালেদা জিয়ার প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আল্লাহ তাঁর বান্দিকে ক্ষমা করুন, তাঁর উপর রহম করুন এবং তাঁকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।’
 

Link copied!