জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে এবং সেই গণভোটের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে, তারা সবাই হিন্দুদের ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। কিন্তু জামায়াত হিন্দু সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ‘যারা দাড়িপাল্লার জোয়ার দেখে হিন্দু সম্প্রদায়কে ভয় দেখাচ্ছে, তাদের ভয় দেখিয়ে লাভ নেই। জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। জামায়াত ক্ষমতায় এলে সন্ত্রাস, দখলবাজি, চাঁদাবাজি নির্মূল করা হবে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।’
জামায়াত নেতা বলেন, বাংলাদেশ লাঙল, ধানের শীষ ও নৌকার শাসন দেখেছে। এখন সময় এসেছে দাড়িপাল্লার শাসন দেখার। চব্বিশ সালের পরিবর্তনের বার্তা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে দেশবাসীও সেই পরিবর্তনের বার্তা দেখাবে, ইনশাআল্লাহ।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: অ্যাডভোকেট আবুল খায়ের, প্রমত গাইন, শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি মোসলেম উদ্দিন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহসভাপতি ডা. হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার ও প্রভাষক প্রশান্ত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম কুমার মন্ডল, পল্লীশ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ সরদার, মাগুরখালী ইউনিয়ন সহসভাপতি সুজিৎ কুমার সরকার, ডুমুরিয়া সার্বজনীন পূজা মন্দির সহসভাপতি অ্যাডভোকেট আপোষ সিংহ, ধামালিয়া ইউনিয়ন সভাপতি গোবিন্দ কুন্ডু, রুদাঘয়া ইউনিয়ন সভাপতি বিপ্লব সরকার, রঘুনাথপুর ইউনিয়ন সভাপতি কার্তিক চন্দ্র সরকার, খর্ণিয়া ইউনিয়ন সভাপতি নারায়ন রাহা, মাগুরঘোনা ইউনিয়ন সভাপতি বিশ্বনাথ দাস, সাহস ইউনিয়ন তন্ময় মন্ডল সভাপতি, ভান্ডারপাড়া ইউনিয়ন সভাপতি নিরঞ্জন রায়, রংপুর ইউনিয়ন সভাপতি তরুন কুমার মন্ডল, প্রিয়াংকা মন্ডল, মাগুরখালী ইউনিয়ন সভাপতি প্রদীপ কুমার সরকার, আটলিয়া ইউনিয়ন সভাপতি অনিমেষ মন্ডল, গুটুদিয়া ইউনিয়ন সভাপতি মনোরঞ্জন মন্ডল, শরাফপুর ইউনিয়ন সভাপতি গোবিন্দ কুমার বিশ্বাস, শোভনা ইউনিয়ন সভাপতি স্বদেশ হালদার, ডুমুরিয়া ইউনিয়ন সভাপতি অরুন কুমার আচার্য প্রমুখ

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন