ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জ-১ আসন

গণঅধিকার পরিষদের প্রার্থী হানিফের মোটরসাইকেল শোভাযাত্রা

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১০:৫৫ এএম
গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফ। ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফের নেতৃত্বে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি শহরের রেলস্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত শোভাযাত্রাকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুনে দলের প্রতি জনসমর্থন বৃদ্ধির আহ্বান জানান।

শোভাযাত্রার সময় গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফ বলেন, “গণঅধিকার পরিষদ কোনো সুবিধাভোগী দলের বিকল্প নয়। এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উদ্ভূত একটি শক্তি। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার পায়, কর্মসংস্থান পায়, নিরাপত্তা পায় এটাই আমাদের লক্ষ্য।”

তিনি আরো বলেন, এই নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। কিশোরগঞ্জবাসী এবার প্রমাণ করবে, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই পরিবর্তনের সূচনা হবে।”