বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘সতেরো বছর ধরে চলা আন্দোলন-সংগ্রামের পর ছাত্র-যুবক ও জনগণের সম্মিলিত প্রতিরোধে শেখ হাসিনার মাফিয়া তন্ত্রের অবসান হয়েছে। আল্লাহর গজব নেমে এসেছে তার ওপর, তাই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’
তিনি বলেন, ‘যারা বলতেন, আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা দেশ ছাড়ে না, আজ তারাই ইতিহাস হয়ে গেল। এবার জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে, যেন আমরা আওয়ামী লীগের মতো হয়ে না যাই। তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি, গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’
শনিবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।
তিনি আরও বলেন, ‘এই দুঃসময়ে এম সাইফুর রহমানের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ দেশের জন্য খুব প্রয়োজন ছিল। তিনি শুধু অর্থনীতিবিদ নন, পুরো দেশ পরিচালনার সক্ষমতা রাখতেন।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক এমপি ও মরহুমের ছেলে এম নাসের রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাকিম। অনুষ্ঠানে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এর আগে সকালে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কুরআন খতম, পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদ জুমা মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ করা হয়।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে শাহাদাত বরণ করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তিনি বারবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং জাতীয় সংসদে রেকর্ড ১২টি বাজেট পেশ করেন। তিনিই দেশে ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করেন।

 
                             
                                    
-20250905204741.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন