ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

সারজিস আলমের সতর্কবার্তা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৮:৪২ পিএম
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আমার ছবি বা নাম ব্যবহার করে কেউ বিভ্রান্তি ছড়ালে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। প্রতারণা থেকে সতর্ক থাকুন।’

এ সময় তিনি একটি সতর্কতামূলক ফটোকার্ড যুক্ত করেন, যাতে লেখা ছিল, ‘গুরুত্বপূর্ণ সতর্কতা : আমার সঙ্গে কারো ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ, এমন নয়। কেউ যদি আমার সঙ্গে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে, তবে তা এড়িয়ে চলুন।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলিয়ে দিতে বলুন। তখনই সত্য-মিথ্যার পার্থক্য পরিষ্কার হবে।’

পোস্টের শেষাংশে তিনি স্পষ্টভাবে লেখেন, ‘প্রতারক, ভণ্ড ও সুবিধাবাদীদের থেকে সাবধান।’

সারজিস আলমের এ পোস্ট এরই মধ্যে সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে এবং অনেকেই মন্তব্যে তার সতর্কতাকে সমর্থন জানিয়েছেন।