চলমান ঈদুল আজহার ছুটির মধ্যেই ক্রাউডফান্ডিং কার্যক্রম পরিচালনা করে ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (১১ জুন ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজের এ-সংক্রান্ত একটি স্ট্যাটাস শেয়ার করেন তিনি।
স্ট্যাটাসে এস এম সাইফ মোস্তাফিজ লিখেন, ৫ জুন থেকে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ঈদের এই সরকারি বন্ধে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম যেখানে বন্ধ, সেখানে বাংলাদেশে বসবাসরত ৩২৬৫ জন নাগরিক সর্বমোট ১৩,৮১,৮১০ (তের লাখ একাশি হাজার আটশ দশ টাকা) টাকা অনুদান পাঠিয়েছেন।
তিনি লিখেন, আমাদের ওয়েবসাইটে ৭,৬৬,০০০ টাকা, সিটি ব্যাংকের মাধ্যমে ৪,৯৮,২১৪ টাকা এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে ১,১৭,৫৯৬.৪১ টাকা অনুদান এনসিপি পেয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইবোনেরা যোগাযোগ করছেন আমাদের এই ক্রাউড ফান্ডিং এ অনুদান দেওয়ার জন্য, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনাদের এই আকুণ্ঠ ভালোবাসার জন্য। খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনারাও আমাদের ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে পারবেন।

এনসিপির এই নেতা লিখেন, ‘ধন্যবাদ সকলকে যারা এই ব্যস্ত সময়েও আমাদের স্বচ্ছতার রাজনীতির মডেলকে সাপোর্ট করে যাচ্ছেন। আশা করছি, এখন থেকে আমাদের ওয়েবসাইট donate.ncpbd.org এবং অন্যান্য মাধ্যমগুলোতে আরও বেশি সাপোর্ট আমরা পাব। দিনশেষে আপনারা সাথে থাকলে এই তরুণরা কখনো পথ হারাবে না।’

 
                            -20250611101727.jpg) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন