ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

‘একটি নির্দিষ্ট বিভাগের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে সরকার’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৬:০২ পিএম
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শুক্রবার (২০ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হলো, উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ পর্যন্ত, অনেক ক্ষেত্রেই তারা একটি নির্দিষ্ট বিভাগের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘স্বচ্ছতা, ভারসাম্য ও দায়বদ্ধতা ছাড়া কোনো অন্তর্বর্তী সরকার কখনোই জনআস্থার জায়গায় পৌঁছাতে পারে না। অথচ চলমান পরিস্থিতিতে আমরা দেখছি, কিছু সিদ্ধান্ত একপেশে ও প্রশ্নবিদ্ধ।’

তরুণ এ রাজনীতিকের বক্তব্য ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি করেছে। কেউ কেউ তার এই বক্তব্যকে সময়োপযোগী ও বাস্তবসম্মত মন্তব্য হিসেবে দেখছেন, আবার কারও মতে এটি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির একটি কৌশল মাত্র।