জাতীয় নাগরিক পার্টির (এসনসিপি) পদযাত্রা ও সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের সম্মিলিত হামলার প্রতিবাদে ঢাকা টু গোপালগঞ্জ মার্চ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
পোস্টে নুরুল হক নুর বলেন, ‘সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেঁড়েছে। এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে ১১ মাসেও এদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনাবোধ তৈরি হয়নি। বরং এরা প্রতিশোধপরায়ন হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই কথা পরিষ্কার, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে।’
সরকারকে আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, ‘‘প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ‘ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ’ করব। গোপালগঞ্জবাসীর প্রতিও আমাদের আহ্বান ফ্যাসিবাদ নির্মূল আপনারাও আওয়াজ তুলুন, পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।”
পরবর্তীতে দেওয়া আরেক পোস্টে নুর গোপালগঞ্জের ঘটনায় সন্ধ্যা ৭টায় পল্টন থেকে মশাল মিছিলেরও ঘোষণাও দেন।